কৃষি তথ্য সার্ভিসঃ-
কৃষি সম্প্রসারনঃ-অধিদপ্তরের দায়িত্ব হলো সকর শ্রেনীর চাষীদের কে তাদের চাহিদা ভিত্তিক ফলপ্রসু্ও কার্যকর সম্প্রসারন সেবা প্রদান করা যাতে তারা তাদের সম্পদের সবোত্তম ব্যবহার করে স্থায়ী কৃষি্ও আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে। এ দায়িত্ব পালনের জন্য কৃষি বিভাগ নতুন কৃষি সম্পাসারন নীতিমালার আলোকে নিন্ম বর্নিত সেবা সমুহ দিয়ে যাচ্ছে।
(ক) গভেষনা লব্দ নতুন নতুন প্রযুক্তি কৃষক দের মধ্যে হস্তান্তর।
(খ)সকল শ্রেণীর কৃষক দের জন্য সম্পাসারন সহয়তা প্রদান।
(গ) দক্ষ সম্প্রসারন সেবা প্রদান
(ঘ) চাহিদা ভিত্তিক কৃষি সম্প্রাসান সেবা।
(ঙ) সকল শ্রেণীর কৃষক দলের সাথে কাজ করা।
(চ) কৃষক দের মৌসুমভিত্তিক চাষাবাদ সম্পর্কিত প্রশিক্ষনের ব্যবস্থা করা।
(ছ) উপযুক্ত সম্পাসারন পদ্বতি ব্যবহার ।
(জ) সমন্বিত সম্প্রসারন সহয়তা প্রদান।
(ঝ) কৃষক দের জন্য উপযুক্ত সম্প্রাসারন কর্মকান্ড পরিকল্পনার লক্ষে উপজেলা পরিকল্পনা কর্মশালাকে সহায়তা
প্রদান।
(ঞ) তথ্য সংগ্রহ সহ অন্যান্য সম্প্রসারন সহযোগী সংস্থা থেকে সেবা গ্রহনের কৃষক দের সহায়তা প্রদান ।
(ট) ব্লকের বিভিন্ন তথ্য সংগ্রহ্ও রেকর্ড করা।
(ঠ) বিভিন্ন ফসলের নমুনা শস্য কর্তন করা্ও উৎপাদিত ফসলের পরিসংখ্যান প্রনয়ন ।
(ড) বার্ষিক সম্প্রাসারন প্রনয়ন্ও বাস্তবায়ন ।
(ঢ) বার্ষিক সম্প্রাসারন কর্মসুচি অনুযায়ী পাক্ষিক কর্মসুচি ব্যবস্থাপনার ব্যাপারে তত্ত্বাবধায়ক অফিসারের সাথে
সহযোগীতা করা
(ণ) উপজেলা অফিসে সভা্ও প্রশিক্ষনে নিয়মিত অংশগ্রহন এবং বিভিন্ন ধরনের প্রদর্শনী রেজিষ্টার প্রভুতি
ব্যবহার করে সম্প্রাসারন কর্মকান্ডের বাস্তবায়ন করা।
(ত) দৈনন্দিন কাজের অগ্রগতি ভবিষ্যৎ কর্মকান্ডের পরিকল্পনা এবং কৃষেকেৃর চাহিদা্ও সমাধানের বিষয় লেখার
জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা ডাইরি সংরক্ষন করা।
(থ) সদস্য সচিব হিসাবে ইউনিয়ন কৃষি কমিটির সভা নিয়মিত ভাবে বাস্তবায়ন করা।
(দ) সেবামূলক বিভিন্ন কর্মকান্ডের ইউনিয়ন পরিষদে সর্ম্পকিত হয়ে সহযোগিতা করা।
(ধ)প্রাকৃতিক দুর্যোগ কালীন সময়ে গৃহিত সরকারী বিভিন্ন কর্মসুচি বাস্তবায়ন করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS